প্রজাপতির নির্বন্ধ–নবম পরিচ্ছেদ –রবীন্দ্রনাথ ঠাকুর
অক্ষয়। হল কী বল দেখি! আমার যে ঘরটি এতকাল কেবল ঝড়ু বেহারার ঝাড়নের তাড়নে নির্মল ছিল, সেই ঘরের হাওয়া দু-বেলা তোমাদের দুই বোনের অঞ্চলবীজনে চঞ্চল হয়ে উঠছে যে! নীরবালা। দিদি নেই, তুমি একলা পড়ে আছ বলে দয়া করে মাঝে মাঝে দেখা দিয়ে যাই, তার উপরে আবার জবাবদিহি ? অক্ষয়। গান। ভৈরবী ওগো দয়াময়ী চোর, এত … বিস্তারিত পড়ুন