তিন ফসলি
দিনু মণ্ডলের ওই বিঘে দশেক জমি নামেই তিন ফসলি আসলে সেই বাগ্দীপাড়ার তালপুকুরের মতই, বছরে ছ’সাত মাসই থকথকে কাদা আর বর্ষা এলেই দু’কূল ছাপিয়ে থইথই। চাষের খরচ তুলতে অর্ধেক ধান বিক্রি করে বাকি ধান ভাঙিয়ে সম্বৎসরের খোরাকী জোগাতে হিমসিম খায় দিনু। বড়টা ক্লাস ফাইভে দুবছর ঘষটিয়ে এবারই সিক্সে উঠলো। মাঝের মেয়েটা আর ছোট ছেলেটা পিঠোপিঠি, … বিস্তারিত পড়ুন