রণকের স্কুলব্যাগ
এক দুষ্টু ছেলে। তার নাম রণক। ও কালো রঙের ব্যাগ নিয়ে প্রতিদিন স্কুলে যায়। সেদিন সোমবার। ও একা স্কুলে যাচ্ছে। এক বৃদ্ধা লাঠি ভর দিয়ে ওই পথে দিয়ে যাচ্ছেন। তিনি রণককে দেখে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, ‘এই ছেলে, এদিকে একটু আসবে?’ রণক কাছে এলো। বৃদ্ধা জিজ্ঞেস করলেন, ‘তুমি কোথায় যাও ?’ রণক শরীরের দিকে তাকিয়ে … বিস্তারিত পড়ুন