দুষ্টু এক পুঁচকে পুঁটির গল্প—তানজিল রিমন
বেশ নিরিবিলি। সাগরের একপাশে বেড়ে উঠেছে গ্রামটি। ছোট একটা নদী এসে যেখানে সাগরে মিশেছে, তার পাশেই। এখানে নেই কোনো বিশাল ঢেউ। নেই ঢেউয়ের গর্জন। তবে মাঝে মাঝে কিন্তু সাগরের গর্জন কিছুটা হলেও ভেসে আসে। পানির নিচের কত শত যে প্রাণী এই গ্রামে বাস করে, তার হিসেব নেই। গ্রামে সবাই মিলেমিশে থাকে। কারো কোনো ভয় নেই। … বিস্তারিত পড়ুন