আরেকটি চোর জ্বিনের ঘটনা
হযরত উবাই ইনবু কাবে (রাঃ) থেকে বর্ণিতঃ তাঁর কাছে এক মশক খেজুর ছিল। সেগুলি তিনি যথেষ্ঠ হেফাজতে রাখতেন। তা সত্ত্বেও তা ক্রমশ কমে যাচ্ছিল। একরাতে তিনি সেই খেজুর পাহারা দিতে থাকেন। এমন সময় তাঁর সামনে একটি প্রাণী আসে যার আকৃতি সদ্য বয়ঃপ্রাপ্ত ছেলের মতো। হজরত উবাই (রাঃ) বলেছেনঃ আমি তাঁকে সালাম দিতে সে সালামের জবাব … বিস্তারিত পড়ুন