খাঁচার পাখি ও বনের পাখি
ছোট্ট অন্তু ডানপিটে খুব। বয়স বারো পেরোয়নি এখনও। তবু কী যে দুঃসাহস ওর! ভাবতে অবাক লাগে। একা একা ঘুরে বেড়াবে সকাল-দুপুর সন্ধ্যায়। বড় বড় গাছের মগডালে উঠব। নারকেল গাছের কোটর থেকে পাখির বাচ্চা তুলে আনবে সুযোগ পেলেই। কেউ যদি বলে, ‘অন্তু গাছের কোটরে সাপও থাকতে পারে। অন্তু হেসে উড়িয়ে দেয় সে কথা। বলে, কী যে … বিস্তারিত পড়ুন