অশ্ব জাতক
বারাণসীতে তখন রাজত্ব কেরছেন ব্রহ্মদত্ত। সেই সময় বোধিসত্ত্ব একবার ঘোড়া হয়ে জন্মান। ভাল হাতের এবং যেথেষ্ট সুলক্ষণযুক্ত ছিলেন বলে রাজা তাকে মঙ্গলাম্ব করে নেন। বোধিসত্ত্বকে আর পাঁচটি ঘোরার সঙ্গে সাধারন ঘোড়াশালে না রেখে সুন্দর ঘর দেওয়া হয়েছিল। এক লাখ দোমের সোনার থালায় তাকে দামী পুরনো চালের ভাত খেতে দেওয়া হত। তাছাড়া ঘরটি সুগন্ধি ভরিয়ে রাখা … বিস্তারিত পড়ুন