মূর্খের আবেদন
দেহখানি কিঞ্চিৎ শীতল হইয়া আসিয়াছে। চক্ষুদ্বয় অর্ধনিমীলিত। শীর্ণ, রুগ্ন শরীর। আকস্মিকভাবে দেখিলে ভ্রম হয় প্রাণ রহিয়াছে কি না। মনে মনে সাহস সঞ্চয় করিয়া নাসিকারন্ধ্রের নিকট হাত লইয়া গিয়া টের পাইলাম নিঃশ্বাস পড়িতেছে। নাড়ী স্পর্শ করিলাম। গতি ক্ষীণ। ব্যথিত হইলাম। মাত্র কয়েকদিন পূর্বেই দেখিয়াছি কি অসম্ভব প্রাণশক্তি লইয়া ইহা সকলের সহিত মিশিতেছে, সৎ সাহিত্যের প্রতি, সৎ … বিস্তারিত পড়ুন