পরেশ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় –পঞ্চম অংশ
আবার ঢাক ঢোল ও কাঁসি সহযোগে ৺শুভচণ্ডীর সমারোহে পূজার আয়োজন হইতেছিল, পরেশ বাধা দিয়া কহিল, বাবা, এ-সব থাক। কেন? পরেশ কহিল, এ আমি সইতে পারবো না। তাহার বাবা বলিলেন, বেশ ত, সইতে না পার, আজকের দিনটা কলকাতায় বেড়িয়ে এসো গে। জগন্মাতার পূজো—ধর্ম-কর্মে বাধা দিয়ো না। বলা বাহুল্য, ধর্ম-কর্মে বাধা পড়িল না। দিন-দশেক পরে একদিন সকালে … বিস্তারিত পড়ুন