নিষ্কৃতি—চতুর্থ পরিচ্ছেদ — শরৎ রচনাবলী
পঞ্চম পরিচ্ছেদ পড়তে এখানে ক্লিক করুন দিন-পাঁচেক পরে সকাল হইতেই মেজগিন্নীদের জিনিসপত্র বাঁধাছাঁদা হইতেছিল। সিদ্ধেশ্বরী তাহা লক্ষ্য করিয়া দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইলেন। মিনিট-খানেক নিঃশব্দে চাহিয়া থাকিয়া কহিলেন, আজ এ-সব কি হচ্চে মেজবৌ। নয়নতারা উদাসভাবে জবাব দিল, দেখতেই ত পাচ্চ। তা ত পাচ্চি। কোথায় যাওয়া হবে? নয়নতারা তেমনিভাবে কহিল, যেখানে হোক। তবু, কোথায় শুনি? কি করে … বিস্তারিত পড়ুন