ঈগল শিয়াল ও মানুষের গল্প
বনের মাঝখানে একটা বিশাল ফাঁকা মাঠ। মাঠের এক পাশে একটা বুড়ো বটগাছ। বটগাছের ডালে ঈগল পাখির বাসা। সকাল বেলা ঘুম ভাঙার পর ডানা মেলে আকাশে উড়তে ভালো লাগে তার। সে একটানা অনেকক্ষণ ওড়ার পর ক্লান্ত হয়ে পড়ে। তাই বটগাছে তার বাসায় ফিরে আসে। হঠাৎ কার যেন মিহি কান্না শুনতে পায়। কান্না শুনে নিচে নেমে দেখতে … বিস্তারিত পড়ুন