অত্যন্ত দানশীল একজন সাহাবী।
◆ খিলাফতে রাশেদার তৃতীয় খলীফা হযরত উসমান ইবনে আফফান (রা)। তিনি ছিলেন অত্যন্ত দানশীল একজন সাহাবী। তাঁর দানশীলতার একটি নমুনা আজ আপনাদের সামনে তুলে ধরছি। খিলাফতের পূর্বে হযরত উসমানের নিকট সিরিয়া থেকে একটি বাণিজ্য বহর আসে। এই বহরে গম, জয়তুনের তেল ও মোনাক্কাবাহী এক হাজার উট ছিল। এই সময়ে দুর্ভিক্ষের দরুন মুসলমানগণ শোচনীয় দুর্দশায় পতিত … বিস্তারিত পড়ুন