সাধুতার জয়
হজরত মোহাম্মদ (সা.) যে সময় আরবে ধর্ম প্রচার করছিলেন, সেই সময়ে বহু লোক তাঁর কথায় বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু অপর এক দল লোক ছিল যারা তাঁর উপর দারুণ চটা ছিল। তাঁরা কেবলই তাঁর নিন্দা আর কুৎসা করতো। ইহুদিরা ছিল সেই দলে। এইরূপ একটি ইহুদি-পরিবারের একটি মেয়ে হজরতের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। … বিস্তারিত পড়ুন