ডেইসি ফুল
এখন শোন! ওই দূর গ্রামে, বড় রাস্তার ধারে, ছিল একটা খামার বাড়ি; হয়ত তুমি ঐ পথ দিয়ে যেতে সেটা দেখেছ। সেখানে চারিধারে কাঠের বেড়া দেওয়া একটা ছোট্ট ফুলের বাগান ছিল। কাছেই ছিল একটা নালা, তার টাটকা সবুজ পাড়ে ফুটেছিল একটা ছোট্ট ডেইসি; সূর্যদেব তার ওপরে ততটাই উষ্ণতা আর আলো ছড়িয়ে দিচ্ছি্লেন, যতটা তিনি দিচ্ছিলেন বাগানের … বিস্তারিত পড়ুন