ছুর পর্বতের গুহার মুখে কবুতর ও মাকড়শার বাসা তৈরী
তাবরানী বায়হাকী, আবূ নোয়াইম এবং ইবনে ছায়াদ এবং জায়েদ ইবনে আকরাম (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাঃ) যে রাতে হিজরতের উদ্দেশ্য হযরত আবূ বকর ছিদ্দিক (রাঃ) এর সাথে রওয়ানা হয়ে ছুর পর্বতের গুহায় আশ্রয় নেন, ঐ রাতে আল্লাহ্ পাকের নির্দেশ একটি বৃক্ষ তাঁকে আড়াল করে রাখল। কোথা থেকে একটি কবুতর এসে গুহার মুখে বাসা তৈরী করে … বিস্তারিত পড়ুন