এক বৃদ্ধা বুজুর্গের উপদেশ
হযরত জুন্নুন মিশরী (রঃ) বলেন, একদা গভীর রাতে আমি কোথাও যাচ্ছিলাম হঠাৎ শুনতে পেলাম কে যেন তেলাওয়াত করছে- وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ অর্থাৎঃ আর আল্লাহ্র তরফ হতে তাদের সামনে এমন ব্যপার উপস্থিত হবে, যার ধারণাও তাদের ছিল না। (সূরা যুমারঃ ৪৭) আমি কোরআন তেলাওয়াতের শব্দ লক্ষ্য করে নিকটে গিয়ে দেখলাম, … বিস্তারিত পড়ুন