বেহেশতে মাতাল ব্যক্তি!
একদা এক সময় ভারত বর্ষে এক দরিদ্র পরিবার বাস করতো। সেই পরিবারের একটি ছেলে ছিল খুব ধার্মিক ও পরহেজগার। একদিন সেই ছেলেটা রাতের বেলায় কোরআন তেলাওয়াত করছিল। হঠাৎ তার হারিকেনের তেল শেষ হয়ে হারিকেন নিভে গেল। গরীব ছেলেটা দুঃখ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হে আল্লাহ আমায় এত গরীব করে কেনো দুনিয়াতে পাঠালে তেল … বিস্তারিত পড়ুন