হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে তীব্র বিতণ্ডা
কুরাইশ বংশের সকল গোত্রের লোক সম্মিলিতভাবে আপন মনে কাবা ঘর পুনঃনির্মানের কাজ করে চলছে। কোথাও পারস্পরিক বিভেদ পরিলক্ষিত হয়নি। যার যার কাজ সে তা করে চলেছে। কিন্তু গন্ডগোল শুরু হল হাজরে আসওয়াদ (কাল পাথর) স্থাপন নিয়ে। প্রত্যেক গোত্রই হাজরে আসওয়াদ পুনঃ স্থাপনের মর্যাদা সমুন্নত রাখতে বদ্ধ পরিকর। এ নিয়ে বাক বিতণ্ডা চরম আকার ধারণ করল। … বিস্তারিত পড়ুন