মানুষ শুকরে পরিণত

জনৈক সত্যবাঁদি বুজুর্গ থেকে ইমাম মোসতাগফেরী (রাঃ) বর্ণনা করেছেন, তিনি বলেন, একজন কুফাবাসী আমাদের সফরসঙ্গী হল। সে হযরত আবূ বকর (রাঃ) এবং হযরত ওমর (রাঃ) সম্পর্কে অশালীন মন্তব্য করেছিল। আমরা তাঁকে বারণ করার পরও সে আমাদের কথা কোন গ্রাহ্য করল না।

অবশেষে আমরা তাঁকে কাফেলা থেকে আলাদা করে সফর করতে লাগলাম। সফর থেকে ফেরার পর ঐ ব্যক্তির গোলামের সাথে আমাদের সাক্ষাৎ হয়। গোলামকে আমরা বললাম, তোমার মনিবকে বল,সে চাইলে আমাদের সাথে দেশে প্রত্যাবর্তন করতে পারে।

আমাদের প্রস্তাবের উত্তরে গোলাম বলল, ইতোমধ্যে তাঁর মনিবার সর্বনাশ হয়ে গেছে। তাঁর উভয় হস্ত শুকরের আকৃতি ধারণ করছে আমরা তাঁর নিকট উপস্থিত হয়ে দেশে ফেরার কথা বললাম, সে জবাব দিল, আমি বড় মুসীবতের নিপতিত হয়েছি এই বলে সে জামার আস্তিন জুটিয়ে শুকরের আকৃতি বিশিষ্ট দুটি হস্ত আমাদের সম্মুখে মেলে ধরল।

অবশেষে আমরা তাঁকে নিয়েই সফর শুরু করলাম। পথিমধ্যে এক স্থানে বেশ কিছু শুকর দেখা গেল। ঐ শুকরগুলোকে দেখামাত্র আমাদের সাথের সেই লোকটি সওয়ারী হতে নিজেই মাটিতে পড়ে গেল এবং তৎক্ষণাত পূর্ণ হয়ে শুকরগুলোর সাথে মিশে গেল।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!