আকিলের প্রতি মুছা (আঃ) এর মৃত্যু দন্ড-৩য় পর্ব
আকিলের প্রতি মুছা (আঃ) এর মৃত্যু দন্ড-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন
এত দাম হবে তা আমি ভাবিনি, অতএব যদি লোকটি স্বেচ্ছায় এ দাম দিতে চাই তবে তুমি রাজি হয়ে গরু দিয়ে দাও। ছেলেটি এ খবর নিয়ে বাজারে এসে লোকটি কে তার মায়ের বক্তব্য জানালেন। তখন লোকটি বলল, না আমি এর দাম আরও অধিক দিতে চাই। এবার তোমার মাকে পুনরায় জিজ্ঞাসা করে আস। ছেলেটি তার মায়ের নিকট এসে লোকটির দ্বিতীয় বারের কথা বলল, ছেলের মা এবার বললেন এ লোকটি মানুষ নয়। নিশ্চই সে আল্লাহর ফেরেস্তা। অতএব তুমি এবার তাকে গিয়ে বল, আপনি যে দাম সাবস্ত করে দিবেন সে দামে আমরা রাজি থাকব। ছেলেটি তাৎক্ষনিক সেখানে গিয়ে তার মায়ের শেখান কথা বলল, তখন লোকটি বলল, বাচাধন! আরও দুদিন পরে গরুটিকে বিক্রয় কর। হজরত মুছা (আঃ) দু’একদিনের মধ্যে পর্যাপ্ত দাম দিয়ে গরুটিকে কিনে নিয়ে যাবে। এ গরু কুরবানির জন্য বনি ইসরাইলের প্রতি আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছে। একমাত্র এ গরুটি সে কুরবানির যোগ্য। অতত্রব এ গরুটি তুমি বাড়ী নিয়ে যাও। ছেলেটি তখন লোকটির কথা অনুসারে গরুটিকে বাড়ি নিয়ে গেল। দু’দিন পর হজরত মুছা (আঃ) গরুর সন্ধানে সেখানে পৌঁছায়ে গেলেন। গরুটি দেখা মাত্র তার পছন্দ হল। আল্লাহ তায়ালার বর্ণিত সকল ছেফাত গরুটির মধ্যে তিনি দেখেতে পেলেন। তখন তিনি গরুর দাম জিজ্ঞাসা করলেন। ছেলের মা তখন বলল, হে নবি! আপনার যা ইচ্ছা তাই দিন। আমরা তাতেই খুশি হয়ে আপনাকে গরু দিব। তখন হজরত মুছা (আঃ) বনি ইসরাইলদের হুকুম দিলেন এটার চামড়ায় যতগুলা স্বর্ণমোহর ধরে বলে তোমরা মনে কর। সে পরিমাণ মোহর এই বৃদ্ধা মহিলাকে দিয়ে দাও। এ গরু সাধারণ গরু নয়। এটা আল্লাহ তায়ালার আমলে প্রতি পালিত হয়েছে।
অতএব এর দাম অনেক বেশি। তখন বনি ইসরাইলের লোকেরা অনুমান করে তিন ঝুড়ি স্বর্ণ মোহর বৃদ্ধাকে দিয়ে গরুটি নিয়ে নিল। অতপর তারা নবীর উপস্থিতিতে জবেহ করল এবং তার জিহ্বা কেটে মৃত্যু আমীলের শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে বলে উঠল হে,জনগন! তোমরা সাক্ষী থাক আমাকে অন্য কোন লোকে হত্যা করে নি। আমার ভাতিজা আকিল আমার ধন-সম্পদ আত্নসাতের লোভে আমাকে হত্যা করেছে। আল্লাহ তায়ালা যেন তার বিচার করেন। এ কথা বলে সে পুনরায় আবার মৃত্যু অবস্থায় পড়ে গেল। সকল মানুষ আমিলের কথা শুনল। অতপর হজরত মুছা (আঃ) আকিল কে হত্যা করে তার সকল সম্পদ গরিবদের মধ্যে বিতরণের হুকুম দিলেন। জনসাধারণ হজরত মুছা (আঃ) এর আদেশ অনুসারে আকিল কে ধরে হত্যা করল। অতপর তার সকল ধন-সম্পদ গরিব দের মাঝে ও যাদের প্রতি আকিল জুলুম অত্যাচার করেছিল তাদের মাঝে বিতরন করে দিলেন।
সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী
আকিলের প্রতি মুছা (আঃ) এর মৃত্যু দন্ড-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন