গাধা আর তার খদ্দের

গাধা আর তার খদ্দের

একজন লোক হাটে গাধা কিনতে গিয়েছিল এবং গাধার ব্যাপারী তাকে গাধাটাকে পরখ করে দেখার পরামর্শ দেয়। লোকটি খুশি হয়ে যে গাধাটা কিনবে বলে ভেবেছিল, সেটিকে বাড়ি নিয়ে আসে এবং খড় বিছানো আস্তাবলে রাখে। কিন্তু কিছুক্ষণ পর লোকটি দেখে, গাধাটি অন্য সব গাধাকে ছেড়ে সবচেয়ে অলস ও পেটুক গাধার পাশে গিয়ে দাঁড়িয়েছে। তখন লোকটি বুঝে যায়, এই গাধার সঙ্গী যেমন হবে, সে নিজেও ঠিক তেমনই হবে। এরপর সে গাধাটাকে ফেরত নিয়ে গিয়ে ব্যাপারীকে বলে, “আমি আর পরীক্ষা করব না, আমি বুঝে গেছি কেমন গাধা এ।” এই ঘটনার মাধ্যমে প্রাচীন বচনটি প্রমাণিত হয়: “লোক চেনা যায় তার বন্ধু-বান্ধবদের দেখলে।”

বল্টুর ‍চিঠি !

এক বিড়াল আর এক মোরগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *