
একটি লোকের একটা গাধা আর একটা ছাগল ছিল। লোকটি গাধাকে বেশ ভালোমত খেতে দেয় বলে ছাগলটার হ’ল ঈর্ষা। সে তখন গাধাটাকে গিয়ে বললে, ‘‘সত্যি ভাই, তোমার জন্যে বড় দুঃখ হয়ঃ দিন নেই রাত নেই, কেবল ঘানি ঘোরাও আর বোঝা বও। আমি বলি কি তুমি এক কাজ করোঃ তোমার যেন মূৰ্ছা রোগ হয়েছে এই ভাণ করে এক গর্তের মধ্যে পড়ে যাও। তা হলে অন্তত একটা দিনের জন্যও তুমি রেহাই পাবে।’’
মালিক এবার তার চিকিৎসার জন্য এক পশু চিকিৎসক ডেকে আমলে। চিকিৎসক এসে গাধাটাকে বেশ আচ্ছা করে নেড়েচেড়ে মালিককে বললে, ‘‘বুঝে নিয়েছি আমি এর কি অসুখ। ছাগলের কলজের কাৎ খাওয়ালেই এর ব্যামো সেরে যাবে।’’
মালিক তখন গাধার চিকিৎসার জন্য বাড়ির ছাগলটাকেই জবাই করলো।
উপদেশ: অপরকে বিপদে ফেলবার ফাঁদ পাততে গেলে অনেক সময় নিজেকেই সে ফাঁদে পড়তে হয়।