
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারো ফিরে আসলাম আপনাদের মধ্যে।এবারের ব্লগের বিষয় কিন্তু একটু ডিফারেন্ট।আমি একজন মেয়ে তাই আজকে আপুদের জন্য থাকবে স্পেশাল ব্লগ। ভাইয়ারা কিন্তু পাশ কাটিয়ে চলে যাবেন না! আজকের ব্লগটি পড়ে আপনাদের মনে সকল কনফিউশন দূর হয়ে যাবে আশা করি। প্রতি ব্লগের মতো এবার কিন্তু থাকছে দারূণ দারূণ ট্রিক্স& ট্রিপ্স! 😉 কাজেই স্টে টিউন্ড🤎
মেকআপ ভালো লাগেনা এমন কেউ আছেন আপুরা? হাত তুলুন তো? নাহ,কাউকেই পাওয়া যাবেনা এটা আমার বিশ্বাস। কারোর হয়তো পছন্দ ফুল গ্ল্যাম হেভি মেকআপ,হয়তো কারোর শুধু কাজল আর লিপস্টিক দিয়েই হয়ে যাও।যার যেমনই হোক,নিজেকে একটু পরিপাটি,সুন্দর করে রাখতে চায় প্রতিটা মেয়েই।মেয়েদের জন্য এটি একটি অসম্ভব প্রিয় কাজ।এখন কথা হলো,আমাদের আশাপাশের মুরব্বিমহলে সবথেকে রটানো যে কথাটি মেকআপ নিয়ে,সেটা হলো মেকআপ করা কি ভালো নাকি খারাপ? মেকআপ করলে নাকি স্কিন নষ্ট হয়,ক্যান্সার হয় অমুক তমুক আরো কতশত কথা! আজকে আমরা এগুলো নিয়ে খোলামেলা আলোচনা করবো। ইনশাআল্লাহ সবার কনফিউশন দূর হবে।
প্রথমেই আসা যাক,মেকআপ বলতে আমরা কি বুঝি? মেকআপ জিনিসটা কি? আটা ময়দা সুজি? হেহেহে!! নাহ,মেকআপ মূলত কতগুলো কেমিক্যাল ইনগ্রিডিয়েন্ট মিশ্রিত জিনিস যেগুলো আপনাকে সাজুগুজু করতে সাহায্য করবে।এককথায় আর দশটা ক্রিম,পেট্রোলিয়াম জেলি-এগুলোর মতোই জিনিস,যেগুলো কিছু সময়ের জন্য একটা কভারেজ দিবে আপনার স্কিনে।মেকআপ ভালো হবে নাকি খারাপ-এর সবটাই নির্ভর করে মূলত এর ইনগ্রেডিয়েন্ট এর উপর।প্যারাবেন ফ্রি স্কিন কেয়ার এবং মেকআপ সামগ্রী স্কিনের তেমন একটা ক্ষতি করতে পারেনা।আবার ভালো একটি মেকআপ প্রোডাক্ট আপনার নিজের দোষে আপনার স্কিনে ইরিটেশনের কারণ হতেই পারে।অনেক সময় এক্সপায়ার ডেট ওভার প্রোডাক্ট আমরা ইউজ করি আর ভাবি সমস্যা কই? কিন্তু মাথায় রাখা উচিত মেকআপ প্রোডাক্টস বিশেষ করে চোখের মেকআপ সামগ্রী এক্সপায়ার ডেট ওভার হলে চোখে ইনফেক্শন পর্যন্ত হতে পারে।University of Rochester Medical Center এর প্রকাশিত একটি রিসার্চে পুরনো মাসকারা ব্যবহারে চোখের ইনফেকশন বিষয়ে আলোচনা করা হয়েছে।আমার কথা বিশ্বাস না হলে নিজেরা পড়ে নিশ্চিত হতে পারেন।গরীবের কথার তো আবার দাম নাই!🙂
এখন কথা হলো,আপনার ভুলভাল ব্যবহারে মেকআপ আপনার স্কিনের ক্ষতি করলে সেটা কি মেকআপ এর দোষ নাকি আপনার? মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা কিন্তু সমাধান না,কিভাবে মাথা ব্যথা থেকে মুক্তি পাবেন সেটা বের করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ,এবং আখেরে আপনারই লাভ।এখন আপনি কোনটা চুজ করবেন সেটা একান্তই আপনার বিষয়।কিন্তু মেকআপ মানেই যে ক্ষতিকর নয়,সে ব্যাপারে আমি একদম লাউড & ক্লিয়ার!
এখন আসি কি কি টিপ্স & ট্রিক্স ফলো করবেন তাইতো? হ্যাঁ,এটাই হলো আজকের ব্লগের হট টপিক।ধৈর্য ধরে এতক্ষণ পড়ার পর যদি এই পার্টটাই মিস করেন,তাহলে কিন্তু আপনারই লস। :/
থাক,অনেক বকাবকি করলাম।এখন সোনামণি আপুদের জন্য কিছু টিপ্স থাকবে, সাথে কিছু ট্রিক্স!
অথেনটিক মেকআপ প্রোডাক্ট সিলেকশন: আমাদের ১০০জন আপুর মধ্যে ৬০জনই আপুই অথেনটিক প্রোডাক্ট চিনতে ভুল করেন।পরে ভুলভাল প্রোডাক্ট কিনেন এবং পরে অ্যাপ্লিকেশনে ঝামেলায় পড়েন।তাই অবশ্যই,অবশ্যই এবং অবশ্যই অথেনটিক মেকআপ প্রোডাক্ট কিনবেন।বাজারে চকবাজারের প্রোডাক্টে ভরা।একই রকম প্যাকেজিং করে ভালো ভালো দোকানগুলোতে সাপ্লাই দিবে এবং চড়াদামে সেল করবে, যেগুলো পুরাই স্ক্যাম ছাড়া কিছু না।এগুলো ব্যবহারে চেহারায় হতে পারে পিম্পল,ব্রণ,ক্লগ্ড পোরস এবং আরো কতকি! কাজেই অথেনটিক ব্র্যান্ডের অথেনটিক প্রোডাক্ট কিনুন।কিছু অথেনটিক মেকাপ পেইজ/শপ সাজেস্ট করছি যেখানে একদম অথেনটিক প্রোডাক্ট পাবেন।
স্কিন প্রিপারেশন: মেকআপের শুরুতে স্কিনের প্রিপারেশন নেওয়া খুব,খুব, খুবই জরুরি। আপনার যতই হাইএন্ড ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট থাকুক না কেন,আপনার স্কিন প্রিপারেশন যদি ঠিকঠাক না নেওয়া থাকে,মেকআপ ভালোভাবে বসবেনা,ক্র্যাকি হয়ে যাবে সহজেই।তখন পাশের বাসার আন্টিরা আপনাকে ময়দাসুন্দরী বলে গালাগাল করলেও জবাব দেওয়ার মতো কিছুই থাকবেনা।স্কিন প্রেপ তাই একটা মাস্ট ডুয়িং থিং ফর বিগিনার্স।স্কিনকেয়ার নিয়ে ডিটেইল্স আছে আমাদের এই সেশনের আরো একটি ব্লগেই।পড়ে নিতে পারেন পুরোটাই।তাতে কিন্তু আপনারই লাভ,তাও ফ্রিতে! :p
মেকআপ ব্রাশ ক্লিনিং: এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।এটা নিয়ে কথা বলাটা মাস্ট।সবকিছু খেয়াল করলেও এটা আমরা খেয়াল করিনা। যেসব জিনিস নিয়ে আমরা মেকআপ টা ইউজ করছি আমাদের ফেইসে,আমরা কি আদৌ খেয়াল রাখছি সেসব জিনিস ক্লিন রাখছি কিনা? মেকআপ অ্যাপ্লিকেশনের পর ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডারে জমে থাকে অবশিষ্ট প্রোডাক্ট এবং মুখের ত্বক থেকে বের হওয়া তেল। এগুলো যদি পরবর্তী ব্যবহারের সময় ঠিকঠাক পরিষ্কার না করে ক্লিন করা হয়,আপনার মুখে পিম্পল না উঠলে আমিই পিম্পলকে বকা দেবো। :p তাই প্রত্যেকবার মেকআপের পরেই মেকআপ টুল্স অবশ্যই ক্লিন করে তারপর ব্যবহার করবেন।
বেশি পরিমাণে মেকআপ ইউজ না করা: প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবথেকে বড় ভুলটা যেটা আমরা করে থাকি,সেটা হলো বেশি পরিমাণে ব্যবহার করে থাকি প্রোডাক্ট।ভাবি যতবেশি ঘষবো তত মনে হয় মেকআপ সুন্দর হবে।কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রয়োজনের অতিরিক্ত মেকআপ প্রোডাক্ট আপনার স্কিনে কক্ষপথের শেষ মুক্ত ইলেকট্রনের মতো ঘুরতে থাকবে ওপ্স স্যরি, ভাসতে থাকবে!!! :p
কাজেই প্রয়োজন অনুযায়ী মেক-আপ প্রোডাক্ট ইউজ করবেন। তা না হলে দেখতে প্লাস্টার করা দেওয়ালের মতো তো লাগবেই, উল্টে মুক্ত ইলেকট্রনের মতো মুক্ত মেকআপ ও স্কিন ইরিটেশনের কারণ হয়ে পড়বে। প্রচুর গোটা এবং ব্রণ দেখা দেবে এবং স্কিন ড্রাই হতে থাকবে।কাজেই প্রয়োজনের অতিরিক্ত মেকআপ অ্যাপ্লাই বন্ধ করুন।
আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আপুরা।পরের ব্লগটিতে স্টেপ বাই স্টেপ মেকআপ অ্যাপ্লিকেশনের ফুল ডিটেইল্স থাকবে।আজকের জন্য এটুকুই! আল্লাহ হাফেজ! 🤎