
দুইজন লোক এক সঙ্গে রাস্তা দিয়ে চলছিল। ওদের একজন পথে একখানা কুড়ুল কুড়িয়ে পেতেই অপর জন বলে উঠলো, আমাদের আজ যাত্রা শুভ আমরা একটা ভালো জিনিস কুড়িয়ে পেলাম।
এই কথা শুনেই তার সঙ্গী বলে উঠল, “আমার”, ”আমাদের” এ সব বলছ কেন, বলো আমার যাত্রা ভালো, আমি একটা জিনিস কুড়িয়ে পেলাম।
এরপর আবার তারা চলতে থাকল। কিছুদূর এগোতেই যাদের কুড়ুল হারিয়েছিল তারা ছুটে আসছে দেখেই যে কুড়ুল পেয়েছিল সে অমনি বলে উঠল –এ রে, এবার আমরা গেছি।
সঙ্গীটি অমনি তার উত্তরে বলে উঠল, এবার “আমরা” বলছ কেন? বলো, এবার আমি গেছি। মনে নেই কুড়ুল পবার সময় “আমরা” যখন বলেছিলাম তখন কেমন তুমি ফোঁস করে উঠেছিলে?
উপদেশ: সৌভাগ্যের ভাগ ও দুর্ভাগ্যের ভাগ দুই-ই নিতে হয়।