কাজের মেয়ে◄

আমার এক পরিচিত AUNTY.. তিনি তাঁর বাড়িতে একটা কাজের মেয়ে রাখেন।। মেয়েটি খুব চুপচাপ থাকতো।। একদিন আমার AUNTY এর বাসার সবাই পুরো ফ্যামিলিসহ বাইরে এক আত্মীয়ের বাসায় যাবে।। AUNTY বাদে বাকি সবাই চলে গিয়েছিলো।। AUNTY যখন আয়নার সামনে দাড়িয়ে রেডি হচ্ছিলেন তখন হটাৎ খেয়াল করলেন, উনি যা যা করছেন আয়নাতে তাঁর উল্টাটা হচ্ছে।। তিনি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দেখলেন, দরজার লক খুঁজে পাচ্ছেন নাহ।। তিনি নিজেকে শান্ত করার জন্য চোখ বন্ধ করে ফেললেন।। কিন্তু পরে যখন চোখ খুললেন তখন দেখলেন কাজের মেয়েটি তাঁর সামনে দাঁড়ানো।। কাজের মেয়েটির চেহারা বীভৎস এবং সে নিচু গলায় কি যেনও বলছে।। AUNTY এটা দেখে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন।। পরবর্তীতে উনাকে ছাদের চেয়ারে বসে থাকা অবস্থায় পাওয়া যায়।।

কাজের মেয়েটাকে পরে আর খুঁজে পাওয়া যায়নি।।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!