►নামাজের ডাক◄ভূতের গল্প

আমার বড় বোন একদিন ঘুমানোর সময় আমাকে বললঃ “নিলয়, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমাকে ডাক দিয়ো।।” উত্তর দিলামঃ “আমি নিজে উঠলে ডেকে দিবো।।” কারন গত রমজান মাসের পর শেষ কবে তাহাজ্জুদ পড়েছি মনে নেই।।

যাই হোক, সে রাতেও তাহাজ্জুদ পড়া হল না।। তবে আপু সকালে হাসতে হাসতে বলল, আমি ডাক দেয়ার পর সে উঠে আবার ঘুমিয়ে পড়েছে।।

“আমি কখন ডাক দিলাম??” প্রশ্ন করতেই আপু উত্তর দিলো, সে ভুল দেখেনি।। আপু আমাকেই দেখেছে এবং আমারই গলার আওয়াজ শুনেছে।।

কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি ডাক দেইনি।। আপুর মুখ ফ্যাকাসে হয়ে গেলো।। আমারও।।

হেলুসিনেসন, ঘুমের ঘোরে ভুল দেখা জা ইচ্ছে বলুন, আমার বিশ্বাস ঐ বালক, যে আপুকে নামাজের জন্য ঐদিন ডেকে দিয়েছিলো, সে আল্লাহর ফেরেস্তা ছাড়া আর কিছুই নয়।।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!