এটা প্রায় বছর খানেক আগের ঘটনা।। ঘটনাটা শেয়ার করবো কি করবো না টা নিয়ে যথেষ্ট সন্দিহান ছিলাম।।
কারন ব্যাপারটা আমার নিজের সাথে না ঘটলে হয়তো আমিয় মানতে পারতাম নাহ।। এই ধরনের ঘটনা সবাই জানতে পছন্দ করলেও শুধু তারাই বিশ্বাস করে যারা ভুক্তভুগি।।
যাই হোক, মূল ঘটনায় ফিরে আসি।। আমাদের এপার্টমেন্ট ৬ নম্বর ফ্লোরে মানে সপ্তম তলায়।। আমার বাবা, মা, ভাই, বোন, এরা ভেতরের দিকের রুমে থাকে।।
আমার রুমটা একটু বাইরের দিকে।। আমার রুম থেকে কেউ বের হলে বা রুমে কেউ ঢুকলে বাকিরা টের পায় না বললেই চলে।।
তো, একদিন রাতে আমি কলিং বেলের আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠি।। হাত ঘড়ি দেখলাম।। রাত ২.৩০ টার মত বাজে।। এতো রাতে কে এলো?? কিছুটা অবাক হলেও গেট খোলার জন্য রওনা হলাম।।
দরজা খোলার পর দেখি কেউ একজন দাঁড়িয়ে আছে।। সে ছেলে না মেয়ে তা দেখে বোঝা যাচ্ছিল নাহ।।
আমি দরজা খোলার সাথে সাথে সেই আকৃতিটা ঘুরে চলে যেতে লাগলো।। ঠিক জানি না কেনও বা কোন সাহসে, কিন্তু আমিয় সেই মূর্তিটার পিছু নিলাম।।
খানিক যাওয়ার পর আমাকে কে যেনও পিছন থেকে ডাক দিল।। পেছনে ঘুরে কাউকে পেলাম নাহ।। দ্রুত সামনে ঘুরে দেখলাম।। সেখানেও কেউ নেই।।
এই ঘটনার সাইন্টিফিক ব্যাখ্যা হালুসিনাসন হবে হয়তো।। যদিও আমি মানি, সায়েন্স সব কিছু ব্যাখ্যা করতে পারে নাহ।।
আর যারা অতিপ্রাকৃত ঘটনার মাঝে এতসব ব্যাখ্যা খুঁজে, আমি তাদের জন্য দুঃখিত।।
আমি আমার বাক্তিগত ঘটনা বা এক্সপেরিএঞ্চ শেয়ার করেছি।। নিরস মনে হতে পারে, তবে ঘটনাটি মিথ্যে নয়।।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।