ভূতের স্টোরি

ঘটনাটি ঘটেছিল ২০০৮ সালের ফেব্রুয়ারী তে। জায়গাটি ঘটে চন্দনাইশে অবস্থিত BGC TRUST-এর প্রধান ক্যাম্পাসের সেই বিশাল এলাকাতে। আমরা তিন বন্ধু গিয়েছিলাম আমাদের এক বন্ধুর জন্মদিনে, যে ওখানকার পার্মানেন্ট হোস্টেলে থাকে। সন্ধ্যা হয়ে এলে আমাদের দুই বন…শুধু আগে বের হয়ে আসে মিটিং রুম থেকে আর আমি এবং আমার আর এক বন্ধু দশ মিনিট পরে বার হই, আমরা তাদের থেকে প্রায় সাত থেকে আট হাত দুরে ছিলাম। তারা দুই জন সিগেরেট ধরাবে বলে একটু খোলা ময়দান এর ভিতর এ গেল কারণ প্রহরী দেখে ফেললে সমস্যা। তারা গেল আর আমরা দুই জন কথা বলে তাদের পিছনে হাটছি, কিন্তু তারা যে সামনে যেয়ে কোনদিকে চলে গেল তা আর আমরা খেয়াল করিনি।

আমরা দুই জন হঠাৎ উপলব্ধি করলাম যে আমাদের আসে পাশে আমরা ছাড়া আর কেউ নেই। এবং আমরা দুই জন এক চৌ-রাস্তার মোড়ে দাড়িয়ে আছি, যার আসে পাশে সব ঝোপ-ঝার, গাছপালা, আর অন্ধকার। আমাদের সাথে আছে শুধু চাঁদের আলো. যার ফলে ছায়া গুলো বিকট ভয়ঙ্কর আকার ধারণ করছে এবং জায়গাটা ভুতুরে হয়ে উঠেছে। আমরা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে, তাদের খুঁজতে শুরু করলাম। দুই জন মিলে বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করছি আর হাঁটছি তবে খেয়াল রাখছি যে কোথাও তাদের দেখা যায় কিনা! আজব! কোনো শব্দই শুনতে পাচ্ছিনা… একদম নিরিবিলি। আর চারপাশে ঝোপঝাড় আর চাঁদনী রাতের গা ছমছমে করা ভাব। মনে হচ্ছিল আমরা দুই জন এক মহা সমুদ্রে হারিয়ে গিয়েছি, কিছুদুর যাবার পর আমার বন্ধু টি আমাকে বলে, দোস্ত ওই যে দ্যাখ ওরা দুই জন ওখানে বসে আছে…

আমি বললাম কোথায়? এখানে তো সব অন্ধকার! সে বলে ওই যে বট-গাছ টার নিচে দেখ। আমি দেখি ওই জায়গাটা ফাঁকা। কিন্তু বুঝতে বাকি রইলো না যে সে কি দেখছে… আমি বললাম থাক বাদদে, ওদের কে তো পেলাম এবার আমরা একটু অন্যদিকে ঘুরে আসি। সে বলে না…

আমি দেখব ওরা আমাদের বাদ দিয়ে এখানে কি করছে! এবং এও বলল দোস্ত, ওরা কাপড় বদলিয়ে সাদা জামা কেন পড়ল? আমি ওকে সরাতে পারছিনা… খালি বললাম চুপ থাক কোনো আওয়াজ করবিনা। সেখানে এক জায়গায় লুকিয়ে আছি। আমার বন্ধু টা আমাকে বলছে “দোস্ত ওরা তো কথাও বলে না, নড়াচড়াও করেনা, এক ভাবেই বসে আছে!” আমি বললাম “চল উঠি, আমার বাথরুমে যেতে হবে। পরে দেখা যাবে” বলে ওকে ওখান থেকে সরিয়ে আনলাম। আমরা ফিরে যেই চৌ-রাস্তার মোড়ে চলে এলাম, সাথে সাথে আমার বন্ধুটা পুরা থ বনে যায় কারণ এসে দেখি আমাদের সেই অন্য দুই বন্ধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ওদের এক জনের গায়ে কালো শার্ট এবং অন্য জন নীল পাঞ্জাবি।

আর তাছাড়া ওরা যদি ওখানেই থাকতো তাহলে ওদের ফিরে এলে আমাদের সামনে দিয়েই আসতে হতো যেখানটায় আমরা লুকিয়ে ছিলাম। ওখান থেকে আমাদের আগে আসা ওদের পক্ষে সম্ভব ছিল না। এবং ওরা দুই জন আমাদের বলে “আমরা চৌ-রাস্তায় এসে বামে যেয়ে দাঁড়াই কিন্তু যখন তোদের (আমি আর আমার বন্ধু) ডানে যেতে দেখি তখন ডাক দিয়েছিলাম কিন্তু তোরা দাঁড়াসনি, ভেবেছিলাম তোরা হাঁটছিস তাই আমরা আর ডাকিনি কিন্তু এতক্ষণ কোথায় ছিলি?” আমি আর কিছু না বলে একটা বাহানা দেখিয়ে সবাই কে নিয়ে ওখান থেকে সরিয়ে নিয়ে এলাম….

Written By

More From Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like

আজব রোগী, আজব চিকিৎসা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা চিকিৎসা শাস্ত্রের উন্নতির পথে সবচেয়ে বেশী অবদান রেখেছেন। ইবনে…

খোলা জানালা দিয়ে বয়ে আসছে মৃদু হাওয়া।

১. খোলা জানালা দিয়ে বয়ে আসছে মৃদু হাওয়া। বালিসে মাথা রেখে রবীন্দ্রনার্থের গল্পগুচ্ছ পড়ছি। মাথার…

জীন

আমি সুমন, ঘটনাটা সিলেটের লিডিং ইউনিভার্সিটির একজন প্রফেসরের কাছ থেকে শোনা। তিনি আমাকে যেভাবে বলেছেন,…