কাফেরদের ষড়যন্ত্র সভায় ইবলীসের উপস্থিতি
মক্কার কাফেরদের নিয়ম ছিল যখন তারা কোন জটিল সমস্যার সম্মুখিন হত তখন তারা দারুন নদওয়াতে উপস্থিত হয়ে পরস্পর আলোচনার মাধ্যমে তার সমাধান খুজে বের করবার চেষ্টা করত।
রাসূলে পাক (সাঃ) যখন অপ্রতিরোধ্য গতিতে তাঁর মিশন নিয়ে এগিয়ে চলেছেন তখন তাঁর এ ব্যাপারে বহু আলোচনার পরও তারা কোন সমাধানে পৌঁছাতে পারল না। এমন সময় একজন বৃদ্ধ লোক সেখানে উপস্থিত হল এবং তার বাড়ী নজদে বলে পরিচয় দিল।
সকলে তাকে শেখে নজদী নামে আখ্যায়িত করল এবং তার কাছে পরামর্শ চাইল। আসলে এ শেখ নজদী আর কেউ নয় সে ছিল ইবলীস মালউন। সে বলল, তোমাদের একটি উপায়ই আছে যে, যে কোনভাবে মুহাম্মদকে হত্যা করে ফেল। অন্যথা তোমাদের ধর্মকর্ম এবং ঐতিহ্য রক্ষা করতে পারবে না।
মজলিসে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হল এবং ঘোষিত হল যে মুহাম্মদকে যে হত্যা করতে পারবে তাকে একশত উট পুরষ্কার দেয়া হবে। হযরত ওমর তখন সেই মজলিসে উপস্থিত ছিলেন। ওমর ছিলেন বড় দুর্দান্ত ও সাহসী। তিনি তখনও মুসলমান হন নি। তিনি বলেন, আমি মুহাম্মদকে হত্যা করব এ বলে তৎক্ষণাৎ তিনি উলঙ্গ তরবারী হাতে রওয়ানা দিলেন।