দুই বন্ধুর ঘটনা

বর্তমানে অনেক মুসলমান এমন আছে যারা ইসলামী আমল-আখলাক নিজেরা পালন না করে সব দায়িত্ব আলিমের উপর চাপিয়ে দিয়ে দূরে সরে রয়েছেন। অথচ ইসলামের সুযোগ- সুবিধা সবটুকুই তারা ভোগ করে।

এদের উদারণ হলো সে দুই ব্যক্তির মতো যারা এক সময়ে যাত্রা করেছিল। রাস্তায় দুজনই ক্ষুধার্ত হয়ে পড়েছিল। তখন তারা সিধান্ত নিল রান্না করবে। একজন বললো, আমি বাজারে গিয়ে সওদা নিয়ে আসছি। তুমি ততক্ষনে জঙ্গল থেকে কিছু জ্বালানি সংগ্রহ করে আন।

দ্বিতীয় জন বললো, দোস্ত, তুমি জান না আমি এ সফরের  কারণে কতটা ক্লান্ত হয়ে পড়েছি। আমার পক্ষে এখন জ্বালানি সংগ্রহ করা সম্ভব হবে না।

প্রথম ব্যক্তি নিজেই বাজার থেকে সওদা কিনে আনলো এবং জঙ্গলে গিয়ে জ্বালানি সংগ্রহ করে নিয়ে আসলো। এরপর সে বলল, এবার ভাই তুমি আগুন ধরাও, আমি চালগুলো ধুয়ে নিই।

দ্বিতীয় ব্যক্তি বলল, এতটা ধৈর্য আমার নেই? আমার শরীর একেবারেই ভেঙ্গে পড়েছে। আমি দুর্বল হয়ে পড়েছি।

প্রথম ব্যক্তি কাজ দুটি একাই করলো। এরপর বললো আমি তরকারি কুটে নিচ্ছি, তুমি বসে ভাতের হাঁড়িতে জ্বাল দাও।

দ্বিতীয় ব্যক্তি বলল, বসে থাকা আমার জন্য মরণ সমতূল্য। দীর্ঘ সফরে হেঁটে আমার পা দুটো ব্যাথায় অবস  হয়ে যাচ্ছে।

অতঃপর প্রথম ব্যক্তি ভাত-তরকারি সব নিজেই রান্না করে দ্বিতীয় ব্যক্তি বললো, এসো ভাই খাবার খেয়ে নাও।

তখন দ্বিতীয় ব্যক্তি বললো, অনেকক্ষণ থেকে দোস্ত তোমার সব কথাই অমান্য করছি। আর কত অমান্য করা  যায়? বার বার তোমার কথা অমান্য করতে আমার লজ্জা  লাগছে। অন্ততঃ তোমার কথাটা অমান্য না করে খাবারটা খেয়ে নিই। ( আল-এফাযাতুল য়্যাওমিয়্যাহ খণ্ড-১ পৃষ্ঠা ১০৭)

You may also like...

দুঃখিত, কপি করবেন না।