মাহলাইলের বিবরণ
আনূশের পুত্র কিলানের মাহলাইল নামে একটি পুত্র-সন্তান জন্মগ্রহণ করেন। তিনি পিতার অবর্তমানে তার স্থলাভিষিক্ত হয়ে দ্বীন প্রচার করতে থাকেন। মাহলাইল অত্যন্ত সুপুরুষ ছিলেন, তিনি ধর্ম-কর্মেও অত্যন্ত মজবুত এবং সুদৃঢ় ছিলেন। তার ন্যায় সে যুগে আর দ্বিতীয়টি ছিল না। তাছাড়া তিনি বিভিন্ন গুনেও গুণান্বিত ছিলেন। এজন্য তিনি সকলের নিকট অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন।
মাহলাইলের অনেক সন্তান ছিল। তার সন্তানদের মাঝে তার জ্যেষ্ঠ পুত্র ইজদ ছিলেন অফুরন্ত জ্ঞান ও গুনের অধিকারী। পিতার মৃত্যুর পর তিনিই তার স্থালাভিষিক্ত হয়ে পিতার ন্যায় ধর্ম প্রচার করেন। মাহলাইন তার গুন, জ্ঞান ও কাজকর্ম দ্বারা মানব সমাজে এমনই যশ ও সুনাম অর্জন করেছিলেন যে তার মৃত্যুর পরও দেশ-বিদেশ থেকে নজর নিয়াজ ও উপঢৌকনাদিসহ লোকজন তার সঙ্গে সাক্ষাতের জন্যে আসত। কিন্তু তার মৃত্যু সংবাদ শুনে তারা নিরাশ ও হতাশ হয়ে ফিরে যেত।