শট কাটে ধনী

নিঃসন্দেহে, গোপালের বুদ্ধি প্রখর। একবাক্যে সকলে তা স্বীকার করত। তারজন্য গোপালের সঙ্গে নানান ধরনের লোক প্রায়ই দেখা করতে আসত। একবার এক ভদ্রলোক এসে গোপালকে জিজ্ঞেস করল, “গোপাল, তোমার তো এত বুদ্ধি। তোমার বুদ্ধির জোরে আমাকে বিনা পুজিতে ধনী হবার একটা সহজ উপায় বাৎলে দিতে পার?”

গোপাল হোসে বললেন, “ধনী হবার সহজ উপায় বাতলে দিতে পারি, ফি বার করুন দশ টাকা।”

আপনিও এরপর এইভাবে দেশবিদেশে, প্রতিবেশীদের কাছে চাউর করে দিন যে অল্প স্বল্প দক্ষিণায় ধনী বানানোর মন্ত্র আপনি জানেন। লোকের ভিড় আপনার কাছে ভেঙ্গে পড়বে।

শট কাটে, ধনী কে না হতে চায় বেকুব ছাড়া? আপনি সকলের কাছ থেকে এইভাবে ধনী বানানোর ফরমুলা বাতলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যদি দশটা করে টাকাও আদায় করতে পারেন, তাহলে আপনি বিনা পুজিতে অতি সহজেই ধনী হয়ে যাবেন।

ধনী হবার এমন সহজ উপায় আপনি আর পাবেন না। বিশ্বাস না হলে পরীক্ষ করেই দেখুন না, মিথ্যে বলছি কি সত্যি বলছি।’

এই বলে গোপাল মুচকি মুচকি হাসতে লাগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়তে পারেন...

ভাঙ্গা খেলনার গল্প

রাতুল ছিল তার বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান। তার কোনো কিছুরই অভাব ছিল না। সে যা…

সীতাভোগ খাওয়ার জ্বর

গোপাল আর তার প্রাণের বন্ধু নেপাল নৌকায় করে একবার চাঁদপুর যাচ্ছিল। নৌকোয় ছয়জন মাঝি ছাড়া…

লোকসান দু’পয়সা

গোপাল একবার নদীর ঘাটে ঘাটের ইজারা নিয়েছিল। নদীর ফেরী ঘাটের ইজারাদার গোপাল ভাড়া ছয় পয়সা…