হযরত সাররী সাকতী (রহঃ) বলেন, আমার এক প্রতিবাশী ছিল কোরআনে হাফেজ এবং অত্যন্ত নেকবখত। সে গরীব এবং রোগা টাইফের ছিল। একবার সে একটানা কয়েকদিন অনাহারে থাকার পর বেশ কষ্ট পেতে লাগল। তখন সে মনে মনে ভাবতে লাগল, তার কষ্টের কারণ একটি কাগজে লিখে আল্লাহ তা’য়ালাকে অবহিত করবে। এ ধারণা সৃষ্টি হওয়ার পর প্রথমে সে গভীর রাতে মসজীদের মিম্বরের নিকট গিয়ে কয়েক রাকাত নামায আদায় করল। অতঃপর সে তার কষ্ট সম্বলিত লেখা কাগজটি আকাশের দিকে তুলে ধরল। দীর্ঘ সময় পর হাফেজ আবার নামায পড়তে লাগল। রাতের শেষ ভাগে সেখানে সে ঘুমিয়ে পড়ল। অতঃপর স্বপ্নে দেখল, এক সুদর্শন ব্যক্তি তাকে বলছে- হে আবু বিশর! এতা কেমন কথা যে, তুমি সাধারণ কালি দ্বারা পত্র লিখে আল্লাহর নিকট প্রেরণ করেছ? সে জিজ্ঞেস করল, তবে কি করব? লোকটি বলল, যদি আল্লাহ পাকের নিকট কিছু লিখতে হয় তবে কৃতজ্ঞতার হাতকে জিকিরের পানি দ্বারা ধৌত করে ধৈর্য্যের কলম দিয়ে কলবের সাদা কাগজে খোদাভীতির শিষ দিয়ে লিখবে।
হাফেজ জিজ্ঞেস করল, কি লিখব? লোকটি বলল, তুমি লিখবে, “হে আল্লাহ! তোমার অনুগ্রহ ও পুরস্কার সকল অনুগ্রহের ও পুরস্করের চেয়ে শ্রেষ্ঠ। মানুষ তোমার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে অক্ষম। আমি দেখেছি, যারা তোমার দরবার ত্যাগ করে অন্য কারো নিকট সাহায্য প্রার্থনা করে তারা ব্যর্থ ও প্রত্যাখ্যাত হয়। মানুষের জন্য তোমার দরজা বন্ধ নয়। আর তোমার নিকট মানুষের যাবতীয় কল্যাণ ও ব্যবহারের বস্তু মজুদ আছে। পক্ষন্তরে মানুষের নিকট যা আছে তা মানুষকে শুধু ধ্বংসের দিকেই আকর্ষণ করে।”
কোরআনে হাফেজ বলল, ভাই! তুমি আমাকে বড় চমৎকার দোয়া শিক্ষা দিয়েছ। লোকটি বলল, তুমি যদি আরো সুন্দরভাবে ও সংক্ষেপে লিখতে চাও তবে এরূপ লিখবে। হে আল্লাহ! তুমিই আমার সহয়! সুখ-দুঃখ সকল অবস্থায় আমি কেবল তোমার উপর ভরসা করছি। আমার সকল নিবেদন তোমার দরবারেই পেশ করছি। তুমিই আমার সকল কাজের নেগবাণী ও রহবারী কর।” লোকটি বলল তুমি যদি আরো সুন্দরভাবে লিখতে চাও তবে এরূপ লিখ-
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।