মাটির কঙ্কর স্বর্ণে পরিণত

হযরত আবূ আলী দিদাক (রঃ) বলেন, একবার ইয়াকুব ইবনে লাইস অসুস্থ হয়ে পড়লে কোন চিকিৎসকই তাকে আরোগ্য লাভ করাতে পারল না। পরে কেউ তাকে বলল, মোবারক বিন আব্দুল্লাহ নামে এক বুজুর্গ ব্যক্তি আছেন, তিনি যদি তোমার আরোগ্য কামনা করেন দোয়া করেন, তবে হয়তো তুমি আরোগ্য লাভ করতে পার। পরে হযরত মোবারক বিন আব্দুল্লাহকে দাওয়াত করে আনা হল। তার নিকট দোয়ার আবেদন করলে তিনি বললেন, তোমার বন্দী খানায় বহু কয়েদী অসহায় জীবন যাপন করছে। এমতবস্থায় তোমার জন্য আমার দোয়া কেমন করে কবূল হবে? এ কথা শুনে ইয়াকুবা ইবনে লাইস সকল বন্দীকে মুক্ত করে দিলেন।

এবার হযরত মোবারক বিন আব্দুল্লাহ দোয়া করলেন, হে পরওয়ারদিগার ইতোপূর্বে তুমি যেমন তাকে পাপের পরিণতি দেখিয়াছ, এখন তাকে অনুগত্যের সুফল দেখাও এবং তাকে শেফা দান কর। দোয়া শেষ হওয়ার সাথে সাথে সে আরোগ্য হয়ে গেল। আরগ্য লাভের পর সে বিপুল পরিমাণ অর্থ এনে হযরতের সামনে পেশ করল। কিন্তু তিনি উহা গ্রহণ করতে অস্বীকার করলেন। লোকেরা তার নিকট আরজ করল, হযরত! আপনি যদি উহা গ্রহণ করে বিত্তহীনদের মধ্যে বন্টন করে দিতেন, তবে ভাল হত। তিনি তাদের কথায় কোন জবাব না দিয়ে মাটিতে ছাড়ানো ছিটানো কঙ্করসমূহের প্রতি নজর দিলেন। সাথে সাথে মাটির কঙ্কর গুলো স্বর্ণ ও মনিমুক্তার পরিণত হয়ে গেল। এবার তিনি বললেন, আল্লাহ্‌ পাক যাকে এমন দৌলত দান করেছেন সে ইয়াকুব বিন লাইসের সম্পদের মোহতাজ নয়।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।