আরিয়ানা–শেষ পর্ব

গল্পের ১ম অংশ পড়তে এখানে ক্লি করুন।

বাইরে দুরুদুরু বুকে অপেক্ষা করতে থাকে আরিয়ানা । একদিকে রাজকুমার থেসিউসের জন্য চিন্তা অন্য দিকে নিজেকে নিয়ে ভাবনা । জীবন নিয়ে অনেক বড় জুয়া যে খেলে ফেলেছে সে । তাছাড়া থেসিউস বেঁচে ফিরলে প্রান প্রিয় পরিবার কে ছেরে চলে জেতে হবে তাকে , অতি আদরের বোন ফেদ্রা কেও কোনোদিন হয়তো আর দেখতে পাবে না ।

উথকন্ঠা আর অপেক্ষার বিশাল প্রহর শেষে বীর থেসিউস ল্যাবিরিন্থ থেকে বের হয়ে আসে , হাতে তার রক্তাক্ত তরবারি , সে জিতে এসেছে , ভয়াল দানব মিনেটর এর হাত থেকে সে বেঁচে ফিরে এসেছে ।

সেই রাতে থেসিউসের সাথে ক্রিট ছাড়ে আরিয়ানা । চোখের জলে বিদায় দেয় নিজের প্রিয় ক্রিট কে । সেই সাথে বুকের ভেতর কাঁপন তোলা আনন্দ নিয়ে থেসিউসের সাথে এথেন্স এর পথে শুরু হয় তাদের যাত্রা ।

সমস্ত রাস্তা থেসিউস আরিয়ানা কে তাদের সুন্দর ভবিষ্যতের গল্প শোনায় , অভিভূত রাজকুমারীর চোখে অধিক আনন্দে জল আসে , এতো সুখ তার সইবে তো ?? তার ভালবাসার পুরুষ থেসিউস তাকে এতো ভালবাসে , এতো ভালবাসে !! ছোট্ট এই জীবনে ঈশ্বরের কাছে আর কি ই বা চাওয়ার থাকতে পারে তার ?

পথে মধ্যে এক দ্বীপে যাত্রায় বিরতি টানলো থেসিউস । রাজকন্যা আরিয়ানার হাত ধরে সেই অপূর্ব সুন্দর দ্বীপে ঘুরে ঘুরে বেড়ালো সেদিন সারাটা দিন , কতো যে গল্প করল আরিয়ানার সাথে ।

এক সময় দুইজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো । হায় সুখ স্বপ্নে বিভোর আরিয়ানা জানতেও পারলো না ঘুমন্ত আরিয়ানা কে রেখে পালিয়েছে থেসিউস , নিজের শত্রু রাজার ওপর শোধ তোলার এর থেকে ভাল আর কিইবা  উপায় হতে পারে ?

ঘুম থেকে উঠে রাজকুমারি আরিয়ানা আতঙ্কিত হয়ে বুঝতে পারে দ্বীপে কেউ নেই , পালিয়েছে তার স্বপ্ন পুরুষ । নির্জন , জনমানব হীন এই দ্বীপে তাকে একা ফেলে রেখে চলে গিয়েছে থেসিউস ।

ঘৃণায় বিষিয়ে উঠে আরিয়ানার মন ।

এ কাকে ভালবাসলো সে ? কার জন্যে ঘরবাড়ী সব ছাড়লো ?

এই মানুষের আসল রূপ ? এই মানুষের ভালবাসা ? উপকারের এমন প্রতিদান ? প্রাণ বাঁচানোর এমন পুরস্কার ? আরিয়ানা একদম ভেঙ্গে পড়েছিলো । মানুষের প্রতি জন্ম নিলো তার তীব্র ঘৃণা । ভালবাসার শাস্তি হিসেবে নির্জন দ্বীপে একা একা কাটিয়ে দিতে হল জীবনের অনেকটা সময় । তার ছোট্ট মনে জন্ম নিলো ভালোবাসার প্রতি তীব্র বিদ্বেষ ।

বলা হয়ে থাকে আরিয়ানা গ্রিক উপকথার সবচেয়ে দুঃখী রাজকন্যা । আমি যখন প্রথম আরিয়ানার গল্প পড়ি , আমাকে বেশ নাড়া দিয়েছিল ।

ভাবছেন থেসিউসের কি হল ? পাপের শাস্তি সবাই পায় , থেসিউস ও পেয়েছিল । হুড়োহুড়ি তে জাহাজের কালো পাল নামানোর কথা থেসিউসের মনেই ছিল না , ও দিকে এথেন্স রাজা প্রতিদিন পাহার চূড়ায় বসে অপেক্ষা করতেন কবে ফিরবে তার ছেলে ।

যেদিন থেসিউসের জাহাজ এথেন্সের নিকটবর্তী হল , রাজা দেখলেন জাহাজে কালো পাল ।

ভেবে নিলেন বাঁচতে পারে নি তার প্রাণপ্রিয় ছেলে থেসিউস ।

মনের দুঃখে চূড়া থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন এথেন্স রাজা । পিতা কে হারিয়ে পাপের শাস্তি ভোগ করেন থেসিউস।

গল্পের ১ম অংশ পড়তে এখানে ক্লি করুন।

 

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!