পিন্টু গ্রামের খুব দুষ্টু প্রকৃতির ছেলে এটা গ্রামের অধিকাংশ লোকই জানে।
একদিন শেখদের তরমুজ ক্ষেতে চুরি করতে গিয়েছে রাত এগারো টার সময় আবার আকাশে চাঁদ পিন্টু মোটামুটি ক্ষেতে গিয়ে দুটি তরমুজ খেয়েছে আর দেখে এয়া
বড় এক ভুত ক্ষেতের মাঝখানে দাড়িয়ে আছে।
ভয়ে তো আত্বায় রাম খাচায় উঠে গেছে। সে ভয়ে দিছে এক দৌড় আর শেখদের পুকুরে গিয়ে দিছে ঝাপ।
শব্দ শুনেচোকিদার পুকুরের নিকটে এসে দেখে অবস্থা কান্ডিশন।
তখন আর কিছু না বলে পরিসদে নিয়ে বেধে রাখে।
পরদিন সকালে চেয়ারম্যান সাহেব তার কাছে শোনেন কেন সে পুকুরে পরেছিল।
কিন্তু সে বলে অন্ধকারে না দেখতে পেয়ে পরে গিয়েছিলাম।
ওদিকে চোকিদার এক সংবাদ পেয়েছিল যে শেখদের ক্ষেতে তরমুজের খোলা পাওয়া গেছে।
একথা শোনার পর চেয়ারম্যান তাকে আচ্ছা পিটুনি দিলেন।
অবশেষে সে চুরির কথা স্বীকার করল।
বন্ধুরা আর ঐ ভুতটি কি ছিল জানেন তো? সেটা ছিল এক
কাকতাড়ুয়া।
পাঠিয়েছেন– মোঃ মাসুদুর রহমান
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।