গোপাল একবার এক বড় মেলায় বেড়াতে গিয়েছিল। মেলায় গোপাল মেজাজে ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় একটা উটকো লোক এসে গোপালকে জড়িয়ে ধরলো, ‘আচ্ছা দাদা, কাশিতে মরলে লোক স্বর্গে যায় আর ব্যাস-কাশীতে মরলে নাকি গাঢ়া হয়। কিন্তু যারা কাশি ও ব্যাসকাশীর ঠিক মাঝখানে মরে, তারা কি হয়? আপনি বলতে পারেন দাদা আমার জানতে ইচ্ছে?’ গোপাল বললেন- তারা মশায়, আপনার মতো উটকো যে। কথা নেই বার্তা নেই, চেনা নেই শোনা নেই ………দুম করে জড়িয়ে ধরে প্রশ্ন। একে বলে উটকো লোক। যান-যান মশাই এখান থেকে, না হয় ধোলাই খাবেন। এমনকি রামধোলাই খাওয়াব আপনাকে।