আমার বয়স যখন মাত্র ১২বছর, একদিন রাত ৩টার সময় কৌতুহলি বসত হঠাৎ করে আমার ঘুম বেঙে যায়।আদো আদো ঘুম চোখে নিয়ে আলতো করে তাকিয়ে দেখি আমার নানু ঘুম থেকে উঠে ঘরের মধ্যে হাটতেছে…আমি জানতে চাইলাম
আমি::কি করছো নানু?
নানু::(ভাঙা কন্ঠে বলে উঠলো)নারে ভাই কিছু করছিনা।
তাহাজ্জুদের নামায পড়বো ভাবছি,অযু করার জন্য পুকুর ঘাটে যাবো কিন্তু কাউকে পাচ্ছিনা।
তুই যাবি ভাই?
আমি::(আমার আর কি,ভাঙা কন্ঠে বললাম) আচ্ছা চলো।।
তারপর আমি আর নানু হাতে হারিকেন নিয়ে অন্ধকারের মধ্যে চললাম পুকুরের দিকে,অবশেষে হাটতে হাটতে পৌছালাম পুকুরের ঘাটে.কিন্তূ পুকুর থেকে একটু দূরে থাকা অবস্থায় আমাদের হারিকেন নিবে গেলো,একটু ভয় লাগছিলো তারপরও এগিয়ে গেলাম পুকুরের দিকে।
কিন্তূ পুকুর ঘাটে গিয়ে এ কি দেখলাম??? একটা মেয়ে বেসে সাদা জামা পড়া লম্বা প্রায় ১০ফুট হবে,চুলগুলো মাটি পর্যন্ত লম্বা.চারপাশে অন্ধকার কিন্তূ মেয়েটার আশে পাশে আলোয় ভরা ছিলো।
আমাদের আগমনের সাড়া পেয়ে মেয়েটা যখন তাকালো তখন দেখতে পেলাম কি অদ্ভুধ চেহারা দেখলে ঘা শিহড়ে উঠে, তখন সে একটা বখাটে হাসি দিয়ে পানির উপর দিয়ে দৌড়ে চলে গেলো।।। তারপর……….?