সুন্দরবনের খালের ভিতরে নৌকায় করে বাঘ শিকার করতে গিয়েছিলেন তাতাই বাবু আর ডোডোবাবু।বিরাট জঙ্গলের মধ্যে সরু খাল।একটাই মাত্র বন্দুক,সেটা ডোডোবাবুর হাতে।দুঃখের বিষয় ডোডোবাবু ভাল গুলি চালাতে পারেন না,তাতাই বাবু একটু পারেন কিন্তু ডোডোবাবু বন্দুক টাই দখন করে রেখেছেন।
হঠাৎ খালের ঝোপের ভিতর থেকে উকি দিল দশ হাতি এক রয়েল বেঙ্গল টাইগার সঙ্গে সঙ্গে গুলি ছুড়লেন ডোডোবাবু।বলাই বাহুল্য গুলি বাঘের গায়ে লাগল না। গুলির শব্দ শোনা মাত্র বাঘ লাফ মেরে উঠল নৌকার উপরে।
খালের ধার থেকে নৌকা মাত্র দশহাত দূরে ছিলো,কিন্তু বাঘ টি এত জোরে লাফ মারে ছিল যে,নৌকার উপর দিয়ে সাঁৎ করে পড়ে গেল খালের উপারে।গুলি লাগাতে না পারায় ডোডোবাবু যেমন অপ্রস্তুত হয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো।তাতাই বাবু তখন ডোডোবাবু কে বললেন,আপনার জন্য মারা পড়ব দেখছি।
বন্ধুক টা ছাড়বেন না অথচ গুলি মারতে পারবেন না।ডোডোবাবু বললেন,দাড়ান একটু গুলি করা প্রাক্টিস করে নিই,তারপর দেখবেন।নৌকার ছইয়ের উপরে উঠলেন ডোডোবাবু আর তাতাই বাবু।
ঠিক করলেন ঐখানে দাঁড়িয়ে দুরের গাছ গুলো কে তাক করে প্রাক্টিস করবেন।ছইয়ের উপরে উঠলেন কিন্তু দুজনে অবাক দেখেন যে,একটু দুরে গাছপালার পিছনে সেই বাঘটা ঝুপঝুপ করে ছোট ছোট করে লাফ দিচ্ছে।ছোট লাফের প্রাক্টিস করছে র্যাল বেঙ্গল।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।