মূর্তির পেট থেকে জ্বীনের কথা বলা
হযরত ওমর (রাঃ) বলেন, একদা আমি কতিপয় মূর্তির সামনে উপস্থিত ছিলাম সেখানে আমি দেখতে পেলাম, এক মূর্তিপূজক একটি বাছুর কে মূর্তির সামনে উৎসর্গ করে জবাই করল। ঐ সময় হঠাৎ বিকট শব্দে একটি মূর্তির পেট থেকে নিম্নের কথা গুলো শোনা গেলঃ
” হে শক্তিশালী মানুষ। একটি গুরুত্বপূর্ণ কথা হল, জনৈক ষ্পষ্টভাষী বলেছেন- আল্লাহ তায়ালা ছাড়া ইবাদাতের যোগ্য আর কেউ নেই”।
হযরত ওমর (রাঃ) বলেন, লোকেরা এই বিকট শব্দ শুনে ভয়ে পালিয়ে গেল। কিন্তু আমি ওটার রহস্য উদঘটনের উদ্দেশ্যে সেখানে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষন পরেই অনুরূপ শব্দ হওয়ার পর বলা হল মুহাম্মাদ (সাঃ) আল্লাহর নবী এবং তিনি লাইলাহা ইল্লাল্লাহর তা’লীম দেন।
উক্ত ঘটনায় মূর্তির পেট থেকে জ্বীন শব্দ করে রাসূলুল্লাহ (সাঃ) এর তা’লীমের তালক্বীন দিয়েছে। নিঃসন্দেহে এটা রাসূলুল্লাহ (সাঃ) এর মু’যিযা।