আলমে বরযখ দর্শন
হযরত আবু আব্বাস (রহঃ) বলেন, আমি যখন লোকালয় ত্যাগ করে দিনযাপন করতাম তখন মাঝে মাঝে মিশরের মসজিদে যাতায়াত করতাম। একদিন আমি মসজিদ হতে আমার সেই নির্জনবাসের দিকে যাচ্ছিলাম, এমন সময় আল্লাহ পাক আমার চোখের সামনে কবরবাসীদের অবস্থা প্রকাশ করে দিলেন। নেককার ও বদকারদের কে আমি ভিন্ন ভিন্ন অবস্থাতে দেখতে পেলাম। মক্কা বিজয়ের পূর্বের মুসলমানরা সবচেয়ে উত্তম অবস্থায় ছিলেন।
কেউ কেউ বলেন, হযরত আবু আব্বাসের অসীয়ত অনুযায়ী মিশরের সেই মসজিদের নিকটেই তাকে দাফন করা হয়েছে। অপর এক বর্ণনায় প্রকাশ, আবু আব্বাস (রহঃ) বলেন, আমি গুরুতর অসুস্থ অবস্থায় একবার মাটিতে চিত হয়ে শয়ন করে ছিলাম। এমন সময় আমি দেখতে পেলাম। সাদা, কালো, লাল ও সবুজ রঙের বহু পাখী ঘুরে বেড়াচ্ছে। সকল পাখী একসঙ্গে তাদের পালকসমূহ খুলে ধরে আর এক সাথেই সকলের পালকসমূহ গুটিয়ে ফেলে। কিছুক্ষণ পর দেখতে পেলাম, বহু মানুষ হাতে হাদিয়ার পাত্র নিয়ে তথায় হাজির হচ্ছে। আমার মনে তখন এমন ধারণা হল যে, আমার মৃত্যুর সময় ঘমিয়ে এসেছে এবং সেই উপলক্ষেই আমার জন্য হাদিয়া প্রেরণ করা হয়েছে। আমি কালেমায়ে তাইয়্যেবা পাঠ করতে করতে সেদিকে এগুতে লাগলাম। এমন সময় তাদের মধ্য হতে এক ব্যক্তি আমাকে বলল, এখন তোমার সময় হয়নি। অন্য এক মুমিনের মৃত্যুর সময় হয়েছে, আমরা তাঁর জন্য এ তোহফা নিয়ে এসেছি। একথা বলেই তারা সামনে এগুতে লাগল। অতঃপর ক্রমে ক্রমে তারা আমার দৃষ্টি হতে অদৃশ্য হয়ে গেল।