খেজুর ডাল থেকে আলো বিকিরণ

হযরত আবূ সাইদ খুদরী (রাঃ) থেকে হযরত আহমদ বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ (সাঃ) এর সাথে হযরত কাতাদা ইবনে নু’মান (রাঃ) এশার নামায আদায় করলেন। আকাশে তখন ঘন কাল মেঘ ছিল। অন্ধকার রাত। রাসূলুল্লাহ (সাঃ) হযরত কাতাদার (রাঃ) এর হাতে একটি খেজুর গাছের ডাল দিয়ে বলেন, এটা এমন উজ্জ্বল আলো বিকিরণ করবে যে, এর আলোতে তোমরা সামনে-পিছনে দশজন পথ চলতে পারবে। তিনি আরো বললেন, তুমি গৃহে পৌছার পর একটি কালো বস্তু দেখতে পাবে। সেটাকে মেরে বাহিরে ফেলে দিও।

হযরত কাতাদা (রাঃ) পথে বের হওয়ার সাথে সাথে খেজুর ডালটি আলো ছড়াতে লাগল। তিনি ঘরে পৌছে সেই কালো বস্তুটিকে মেরে বাহিরে নিক্ষেপ করলেন। ঐ কালো বস্তুটি ছিল শয়তান।

হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, আব্বাদ ইবনে বিশির (রাঃ) এবং উছাইয়্যাদ ইবনে হুজাইর (রাঃ) এক রাতে রাসূলুল্লাহ (সাঃ) এর খেদমত থেকে উঠে স্ব স্ব গৃহের দিকে রওনা হলেন, রাতটি ছিল অন্ধকার। উভয়ের হাতে কাঠের দুটি টুকরা ছিল। তা থেকে আলো বিচ্ছুরিত হতে লাগলে তাঁরা ঐ আলোতে পথ চলতে লাগলেন। রাসূলুল্লাহ (সাঃ) এর বরকতেই কাঠের টুকরা থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।