জ্যোতিষী

এক দেশে এক জ্যোতিষী ছিল । কিছুদিনের মধ্যেই সে বেশ ভালোই পয়সা জমিয়ে তুলল ।বহুলোকের বর্তমান ও ভবিষ্যত সে গুণে বলে দিয়েছে । এমন সময় একটা লোক এসে তাকে বলল-কারা যেন তার ঘরের দরোজা ভেঙে তার জিনিসপত্র সব লুঠ করে নিয়ে গেছে । কথাটা শুনেই জ্যোতিষী চিৎকার করে এক লাফে উঠে ছুটল তার বাড়িতে কী ঘটছে তাই দেখতে । পাশের একটা লোক অমনি তাকে বলে উঠল-অন্য লোকের কি ঘটতে যাচ্ছে তা নাকি তুমি গণনা করে বলতে পারো-কিন্তু নিজের দুর্ভগ্যের কথা তুমি আগে থেকে জানতে পারো না ?
উপদেশ : পরের ভবিষ্যৎ জানার আগে নিজেরটাও জানা উচিত ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!