রাসূলুল্লাহ (সাঃ) এর বদ দোয়ায় এক পাপিষ্ঠের করুণ পরিণতি

আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাঃ) এর দরবারে কোরবানীর কার করত। একদিন হঠাৎ সে ইসলাম ত্যাগ করে কাফেরদের সাথে মিলে গেল। রাসূলুল্লাহ (সাঃ) তাঁর জন্য বদদোয়া করলেন যেন জমিন তাকে কখনো গ্রহণ না করে।

হযরত আনাস (রাঃ) হযরত আবূ তালহা (রাঃ) এর বরাত দিয়ে বলেন, ঐ মুরতাদের দাফনস্থলে গিয়ে আমি দেখতে পেলাম তার লাশ কবরের বাহিরে পড়ে আছে। সন্ধান নিয়ে জানা গেল যে, লোকেরা কয়েকবার তাকে দাফন করেছে, কিন্তু যতবারই তাকে কবরস্থ করা হয়েছে ততবারই কবর তাকে উদগিরণ করে জমিনের উপর নিক্ষেপ করেছে।

উসামা বিন জায়েদ (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা কথা বানিয়ে আমার বরাত দিয়ে বর্ণনা করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। একবার তিনি এক ব্যক্তিকে কোথাও প্রেরণ করলেন। সেই ব্যক্তি সেখানে গমন করে রাসূলুল্লাহ (সাঃ) এর বরাত দিয়ে বর্ণনা করল। এক সংবাদ পেয়ে তার জন্য বদদোয়া করলেন। কিছু দিন পর ঐ ব্যক্তির মৃত্যু হলে সাতেহ সাথে তার পেট ফেটে গেল। অতঃপর তাকে দাফন করা হলে কবর তাকে জমিনের উপর উদগিরণ করে দিল।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।