ভাগ্যের বশে দুর্গতি

একটি লোক সুদীর্ঘ ভ্রমনে খুবই ক্লান্ত হয়ে পড়ল। পথ-পার্শ্বে এক কুয়োর ধারে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘোরে গড়াতে গড়াতে সেই কুয়োয় যখন সে পড় পড় তখন ভাগ্যদেবী এসে তাকে জাগিয়ে দিয়ে বললেন-এখনই কুয়োয় পড়ে যাচ্ছিলে, পড়লে নিজের দোষ না দেখে আমায় দোষ দিতে। বলতে ভাগ্যের দোষেই তো তোমায় কুয়োয় পড়তে হল। বোকার মত কেউ কি কুয়োর পাশে ঘুমোয়?

উপদেশ : মানুষের স্বভাব হল নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!