উম্মতে রাসূলের ওলীদের বর্ণনা
হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেন, আমার উম্মতের মধ্যে চল্লিশজন আবদাল রয়েছে। তাদের ২২ জন সিরিয়াতে এবং ১৮ জন ইরাকে। তাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে আল্লাহ তায়ালা অপর কোন ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করেন। যখন কিয়ামত হবে তখন তারা সবাই ইন্তেকাল করবেন।
প্রিয় পাঠকবৃন্দ, এখানে উল্লেখ্য যে তারা সবাই কিয়ামত হওয়ার সময় ইন্তেকাল করবেন দ্বারা বুঝানো হয়েছে যে, কিয়ামত পর্যন্ত তাদের স্তর নীচের নামতে থাকবে, অর্থাৎ একজনের পর অন্যজন।
হযরত আব্বাস (রাঃ) হতে বর্ণিত। এক হাদিসে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আল্লাহ পাকের এমন তিনশ বান্দাহ আছেন যাদের অন্তর হযরত আদম (আঃ) এর অন্তরের মত। চল্লিশ ব্যক্তির অন্তর হযরত ইব্রাহীম (আঃ) এর অন্তরের মত। পাঁচ ব্যক্তির অন্তর হযরত জিব্রাইল (আঃ) এর অন্তরের মত। তিন ব্যক্তির অন্তর হযরত মিকাইল (আঃ) এর অন্তরের মত। আর এক ব্যক্তির অন্তর হযরত ইস্রাফিল (আঃ) এর অন্তরের মত। তাদের মধ্যে কেউ ইন্তেকাল করলে আল্লাহ পাক ঐ তিন ব্যক্তির মধ্য হতে এক জনকে তাঁর স্থলাভিষিক্ত করে দেন। জনের ঐ তিন ব্যক্তির কেউ ইন্তেকাল করলে ঐ পাঁচ জনের এক জনকে তাঁর খলীফা বানিয়ে দেয়া হয়। এমনিভাবে পাঁচজনের কেউ ইন্তেকাল করলে চল্লিশজনের এক জনকে, চল্লিশ জনের কেউ ইন্তেকাল করলে ঐ তিনশ এক জনকে তাঁর স্থলাভিষিক্ত করে দেয়া হয়। যখন ঐ তিনশ জনের কেউ ইন্তেকাল করেন তখন আল্লাহ পাক সাধারণ মানুষের মধ্যে হতে কাউকে তার স্থলাভিষিক্ত করেন। নিয়োগকৃত ব্যক্তিরা এমন নেককার হন যে, তাদের বরকতে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর উপর হতে যাবতীয় বালা মুসিবত দূর করে দেন।