একদিন পেট আর পায়ের মধ্যে কথা কাটাকাটি চলছিল-কার শক্তি বেশি তাই নিয়ে ।পা, পেটকে বলছিল, কে তোমাকে বয়ে নিয়ে বেড়ায় ?আমিই ! তো ! তাহলে বলো যে, আমরই শক্তি বেশি ।
পেট বলল-বটে ? কিন্তু আমি পেট, আমিই খাবার খেয়ে হজম করি , তোমায় পুষ্টি জোগাই, তাই না হলে তুমি হাঁটতে পারতে কি করে ?
পা বলল-আমি পায়ে হেঁটে খাবার জোগাড় করি বলেই তো তুমি খাদ্য পাও ।
পেট বলল-আমি তো তোমাকে পায়েূ হাঁটার শক্তি জোগাই । আমি শক্তি না জোগালে তুমি কেমন করে হাঁটতে ?
উপদেশ : নিজে নিজে কেউই চলতে পারে না । বাঁচতে হলে অনেকেরই সাহায্য নিতে হয় ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।