একদা এক গ্রামে এক চতুর স্ত্রীলোক থাকত । সে ডাইনী সেজে দেবরোষ,অপদেবতার দৃষ্টি রূখতে পারে বলে নানা মন্ততন্ত আউড়ে তুকতাক দেখিয়ে জড়িবুটি বিক্রি করে বেশ টাকা রোজগার করত ।তার টাকাও হয়ে গেল প্রচুর । অবশেষে সে ধর্মবিরুদ্ধ কাজ করে বলে একদিন আদালতে অভিযুক্ত হলো । বিচারে তার প্রাণদন্ডের আদেশ দেয়া হলো । আদালত থেকে যখন লোক বলে উঠল-কি , গো ভালো মানুষের বেটি, তুমি তুকতাক করে নাকি দেবতাদের রোষ রূখতে পারো , তা এবার তুমি সামান্য মানুষের সঙ্গে এঁটে উঠতে পারলে না ?
উপদেশ : লোক ঠকানো বেশিদিন চলে না ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।