মূর্তির পেট থেকে নবীর আবির্ভাবের সংবাদ

ইবনে সাইদ ও আবূ নোয়াইম সাইদ ইবনে আমর (রাঃ) উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন, একবার আমার পিতা এক মূর্তির নামে একটি বকরী জবাই করেন। ঐ সময় হঠাৎ ঐ মুর্তির পেট থেকে কয়েকটি কবিতা শোনা গেল। কবিতা গুলোর অর্থ নিম্মরূপঃ

বড় আশ্চর্যের ব্যাপার হল যে, আব্দুল মুত্তালিবের বংশে এমন এক নবী জন্মগ্রহন করেছেন যিনি ব্যভিচার ও মূর্তির নামে ভোগ দান ইত্যাদিকে হারাম ঘোষণা করেছেন। তার আগমনের পর আকাশকে সংরক্ষিত করে রাখা হয়েছে। এখন আমরা সেখানে গেলে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করে আমাদেরকে তাড়িয়ে দেয়া হয়।

হযরত সাইদ (রাঃ) বলেন, আমার পিতা ঐ ঘটনার পর মক্কায় গমন করলেন। কিন্তু কেউ তাকে পয়গম্বরের পরিচয় বা তার সন্ধান দিল না। অবশেষে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর সাথে সাক্ষাত হলে তিনি বললেন, আব্দুল মুত্তালিবের আওলাদের মধ্যে এখানে আল্লাহ পাক স্বীয় পয়গম্বর প্রেরণ করেছেন। তুমি তার উপর ঈমান আনয়ন কর।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।