বেনে বউ এর কথা

 

 সে অনেক কাল আগের কথা । এদেশের কোন এক গ্রামে বাস করত এক বেনে বা বণিক পরিবার ।   বাবা,মা আর ছেলে ও তার বউ নিয়ে ছোট্ট সংসার । বুড়ো বেনের মত তার ছেলেও ছিল অনেক ভাল  বণিক । গ্রামের মাঝে বেশ ধনী ছিল তারা। সারা বছর বাবা আর ছেলে মিলে দেশ বিদেশ ঘুরে বেড়াত  ব্যাবসার  কাজে ।বাড়িতে থাকত বুড়ি শাশুড়ি আর ছেলে বউ ।

বউটি ছিল দারুন রূপবতী আর গুণী মেয়ে । বাড়ির সব কাজ কর্ম সে একাই সামলাত । হলুদ পেষা , তরকারি কাটা্‌, ভাত রান্না সকল কাজ সে একাই করত ।বউটির শাশুড়ি কিন্তু অত্যাচারী ছিল না , সংসারেও ছিল না অভাব তারপরেও বেনে বউ এর মনে ছিল না কোন সুখ । প্রতিদিন সে এক আজব সমস্যার মুখমুখি হত । আগেই বলেছি বেনে পরিবারটি ছিল বেশ ধনী তাই সারা বছর তাদের বাড়িতে ছিল ইষ্টি কুটুমদের আনাগোনা ।

বলা নেই কওয়া নেই হঠাত মেহমান এসে হাজির । ফলে দেখা যেত নিজের পাতের ভাত কুটুমদের খাওয়াতে হচ্ছে । শাশুড়ি তো বুড়ি তাই বেনে বউকেই দিয়ে দিত হত মুখের গ্রাস। ফলে আধপেটা বা অভুক্ত অবস্থায় কাটত তার দিন ।  এভাবে দিনের পর দিন কাটতে লাগলো ।

এরপর  সে একদিন  তার শাশুড়ির  কাছে বলল এই সমস্যার কথা ।  বউ এর কথা শুনে শাশুড়ি বলল ধুর বোকা   এটা কোন সমস্যা হল ?  কাল থেকে তুমি ভাত একটু বেশি রাধবে । একথা শুনে বউটি ভীষণ খুশি হল ।

 

পরদিন সে খুব ভাল করে রাধল মাছের ঝোল , ভাবল আজ ভাত রেঁধেছি বেশি তাই পেট পুরে খাব। আরশিতে নিজেকে দেখে সে নিজেই অবাক হয়ে গেল ।মনে মনে ভাবল ঠিক মত না খাওয়ার জন্য সে কেমন লাবণ্য হীন হয়ে গেছে । বেনে বউ ঠিক করল আজ সে কাঁচা হলুদ মেখে ভাল করে পুকুরে গিয়ে গোসল করবে ,তারপর খেতে বসবে । রান্না বান্না শেষ করে যেই সে গোসলে যাবে অমনি এক দল কুটুম এসে হাজির ।

 

ওমা একি!! সে দেখল আজ অন্যান্য দিনের চেয়ে বেশি কুটুম / মেহমান এসেছে। সবাই যখন খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিল সে হাঁড়িতে উকি দিয়ে দেখে মাত্র কয়েকদানা ভাত পড়ে আছে । তারমানে আজও তাকে অভুক্ত থাকতে হবে ।  বউটি মনের দুঃখে গাছ তলায় বসে অনেকক্ষণ কাঁদল । কুটুমের জ্বালা আর তার সহ্য হচ্ছিল না । এরপর সে করল কি পুকুরে গিয়ে পাড়ে বসে সারা গায়ে হলুদ মাখল আর তারপর কালি মাখা খালি ভাতের হাঁড়ি মাথায় ভেঙ্গে পুকুরে ঝাপ দিল  ।  গাঁয়ের বউ ঝি রা হই হই করে ধরার আগেই সে তলিয়ে গেল ।

 

কই যে তলিয়ে গেল তার আর হদিস পাওয়া গেল না ।তারপর ঘটল এক আজব ঘটনা সবাই দেখল পুকুরের মাঝ থেকে এক মিষ্টি সুন্দর পাখি ফুড়ুৎ করে উড়ে এসে গাছের ডালে বসল । পাখিটির সারা অঙ্গ হলুদ আর মাথাটা কাল । কারো  আর বুঝতে বাকি রইল না এই সে বেনে বউ যে কিনা  সারা গায়ে হলুদ মেখে মাথায় কালি মাখা  খালি ভাতের হাঁড়ি  ভেঙ্গে পুকুরে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!